এক রৌদ্রতপ্ত দিনে রাসূলুল্লাহ সাঃ মীনায় আগত হাজ্জ্বযাত্রীদের মাঝে ইসলামের দাওয়াহ দিচ্ছিলেন। তাদের কারও থেকে তিনি পাচ্ছিলেন খুব রুক্ষ আচরণ, কেউবা আবার করছিল তিরষ্কার আর কেউ করছিল ব্যঙ্গ-বিদ্রুপ। এক পর্যায়ে কিছু মানুষ তাঁর মাথায় মাটি ছুঁড়ে মারে। দীর্ঘক্ষণ দাওয়াহ দেওয়ার পর ক্লান্ত-শ্রান্ত শরীরে